নভেম্বর ৩, ২০২২, ০১:৫৯ এএম
বৈশ্বিক মন্দাকে পুঁজি করে কিংবা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগ নেতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
বুধবার রাতে সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের পঞ্চম সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে দলের দায়িত্বশীল নেতারা নিশ্চিত করেছেন।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে বিএনপি যে ধরনের জ্বালাও-পোড়াও আন্দোলন করেছে, সেটি আবারও করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ালে তাৎক্ষণিক তার জবাব দিতে হবে। সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। এতে জনগণ বিভ্রান্ত হবে না। এছাড়াও দেশ গঠন ও স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে তা সংসদ সদস্যরা ঠিকভাবে তুলে ধরলে এবং নিজেরা ঠিকমত কাজ করলে বিএনপির আন্দোলন হালে পানি পাবে না বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধী দলগুলোর আন্দোলনের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি যারা আওয়ামী লীগের নেতা হয়েও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেসব এমপি কঠোর শাস্তি পাবেন।
শেখ হাসিনা আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণতান্ত্রিক ধারায় সমাবেশ করলে সরকারের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে সন্ত্রাস করলে ছাড় দেওয়া হবে না।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ডাকা হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চে এরপর থেকে সংক্রমণ বাড়ায় আওয়ামী লীগের সংসদীয় দলের কোনো সভা ডাকা হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত ভাবে সংসদ অধিবেশন চলেছে। করোনা পরবর্তী এ সভায় করোনা পরিস্থিতি ও বৈশ্বিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর দূঢ় নেতৃত্বের প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান দলীয় সংসদ সদস্যরা।
সভায় অংশগ্রহণকারী আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন সংসদ সদস্য জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিরোধী দলগুলো সভা-সমাবেশের নামে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে এমপিদেরর সজাগ থাকতে বলেছেন। আর জেলা পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় এমপি যারা বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়েছে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে এবং নৌকা মার্কার প্রার্থীকে পরাজিত করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী নির্বাচনে তাদেরকে দলের মনোনয়ন না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
সভায় দলীয় এমপিদের সাধারণ মানুষের মাঝে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।