ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:২৪ পিএম
আগামীকাল বুধবার থেকেই নির্বাচন কমিশনার নিয়োগে নাম চূড়ান্তে সার্চ কমিটি কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবিত নামের তালিকা সম্পাদনা করে তালিকা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। যেসব নাম একাধিক বার এসেছে, সেগুলো একটি করে রাখা হয়েছে। আগামীকাল কমিটির কাছে এই নামগুলো উপস্থাপন করা হবে। এরপরে এখান থেকে নাম সিলেকশন করা হবে। কাল থেকে কমিটি ফর্মাল মিটিং করবে। এই তালিকা কিভাবে আরও ছোট করা যায় তাই নিয়ে কাজ করা হবে।“
ইসি নিয়োগে কবে নাগাদ নাম চূড়ান্ত হতে পারে-এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা যত তাড়াতাড়ি সম্ভব করা হবে।‘
যে নামগুলো প্রস্তাব করা হয়েছে সেগুলোর মধ্য থেকেই করা হবেনা কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সার্চ কমিটি তাদের অনুযায়ী নাম সার্চ করবে। তারা যদি মনে করে আরো নাম সার্চ করা দরকার তাহলে তাও করবে।“
এছাড়া যাদের নাম প্রকাশ করা হল সেসব নাম অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি আজকে উত্থাপিত হয়েছে, আগামীকাল কমিটি এটা নিয়েও আলোচনা করবে।“