বুয়েটছাত্র ফারদিন ‘হত্যাকাণ্ডে’ বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২২, ১১:৪৮ এএম

বুয়েটছাত্র ফারদিন ‘হত্যাকাণ্ডে’ বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ওই মামলায় রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বান্ধবী বুশরাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

বান্ধবী বুশরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফারদিন ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

সকালে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গোয়েন্দা বিভাগের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল ইসলামও।

প্রসঙ্গত, বুয়েট শিক্ষার্থী ফারদিন গত শনিবার (৫ নভেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা কাজী নূর উদ্দিন। নিখোঁজের দুদিন পর গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

Link copied!