বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত করেছে বিএনপি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৮:৫৩ এএম

বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত করেছে বিএনপি

ঢাকায় বিএনপির বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে যে ব্যাপক প্রাণহানিতে সমবেদনা জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানো, বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি।

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হবে। এতে বিএনপির সমমনা দলগুলোও অংশ নেবে। এর আগে রাজধানী ঢাকাতে নতুন করে বৃহস্পতিবার ও রোববার দুই দিনের পদযাত্রা কর্মসূচি দেয় বিএনপি।

গত মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। 

মির্জা ফখরুল ইসলাম বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা হবে। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ১২ ফেব্রুয়ারি রোববার শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা পর্যন্ত পদযাত্রা হবে। 

তবে এই পদযাত্রার আগের দিন বুধবার বিএনপির পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ সৃষ্টি হচ্ছে মন্তব্য করে কার্যদিবসের দিন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

Link copied!