দেশের কোথাও নেই ভারী বৃষ্টি। তবুও সরবরাহ কমার অজুহাতে বেড়েছে মরিচের দাম। কোরবানি ঈদের আগে কাঁচামরিচের কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। মাস খানেকের মধ্যে দাম দ্বিগুণের বেশি হয়েছে। রাজধানীর অনেক বাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ২৪০ টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন কাঁচামরিচের দামে কিছুটা স্বস্তি পেত ক্রেতা। কিন্তু হঠাৎ করেই বাড়লো মরিচের ঝাঁজ। কেজিপ্রতি কাঁচামরিচের দাম এখন ২৪০ টাকা।
শুধু রাজধানী ঢাকায় নয়, সারাদেশেই বেড়েছে কাঁচামরিচের দাম।
নওগাঁর বিভিন্ন হাটবাজারে দুই সপ্তাহ আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা কেজি। গতকাল খুচরা বাজারে সেই মরিচ বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৪০ টাকায়। এ জন্য বৃষ্টিতে মরিচখেত নষ্ট হওয়াকে দায়ী করেছেন ব্যবসায়ীরা।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর কাঁচাবাজারে গতকাল বিকেলে মরিচের সরবরাহ কম দেখা গেছে। কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি।