দেখা হয়েছিলো প্রায় ৭০ বছর পর। সে দেখাও বেশি দিন স্থায়ী হলো না। ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রামবাদ গ্রাম। ৭০ বছর আগে হারিয়ে গিয়েছিলেন ১০ বছরের সন্তান আবদুল কুদ্দুস মুন্সী। নওগাঁর আত্রাই উপজেলার সিংড়া বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রকৌশলী শফিকুল ইসলামের উদ্যোগে ৭০ বছর পর মা-ছেলের দেখা হয়।
গত বছরের ২৫ সেপ্টেম্বর ৮০ বছরের বৃদ্ধ ছেলে ফিরে আসেন ১১০ বছর বয়সী মা মঙ্গলের নেছার কাছে। এতো বছর পর মা-সন্তানের এ সাক্ষাৎ রীতিমত আবেগঘন পরিবেশ তৈরি করে ওই এলাকায়। বেশ কয়েকটি গণমাধ্যমে হয় খবর।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাববাদ গ্রামে ছোট মেয়ে ঝরনা বেগমের বাড়িতে মঙ্গলের নেছা শেষনিশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলের নেছার মৃত্যুর পর তার ছেলে জানিয়েছেন, এতো বছর পর মাকে পেয়ে আবারো চিরদিনের জন্য হারাতে হবে এমনটা ভাবেন নি তিনি।