ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরলো দুই প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২২, ০৯:০২ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরলো দুই প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মুর্শেদা (৫০) ও দুদু মিয়া (৬০)। দুদু মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!