ভারতফেরত যাত্রীর দেহে মিললো করোনাভাইরাস

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২২, ১০:২১ এএম

ভারতফেরত যাত্রীর দেহে মিললো করোনাভাইরাস

দিনাজপুরের হিলি স্থলবন্দর চেকপোস্টে ভারতফেরত এক বাংলাদেশি নাগরিকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।  তবে ভারত থেকে আনা সনদে ওই যাত্রীর রিপোর্ট করোনা নেগেটিভ ছিল বলে জানা গেছে। শুক্রবার হিলি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শ্যামল কুমার দাস বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন বিকেলে মাকে সঙ্গে নিয়ে ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চকদেউলা গ্রামের ভবানি চরণের ছেলে নয়ন কুমার (৩৪)। 

শ্যামল কুমার গণমাধ্যমে বলেন, “ভারতে চিকিৎসা শেষ করে শুক্রবার মাকে নিয়ে দেশে আসেন নয়ন। এ সময় নিয়মমাফিক তাদের করোনা পরীক্ষা করা হয়। তাতে ছেলে নয়ন কুমার করোনা পজেটিভ হন। তবে তার মা’র রিপোর্ট নেগেটিভ এসেছে।” 

তিনি আরো জানান, নয়ন ও তার মাকে হিলি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম বলেন, “ভারত থেকে আসা যাত্রীদের এই ইমিগ্রেশনে করোনা পরীক্ষা করানো হচ্ছে। এছাড়াও আমরা সরকারি বিধিনিষেধ অনুযায়ী কাজ করে যাচ্ছি।”

Link copied!