ভোট কারচু‌পির অভিযোগ করলেন জাপা প্রার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২২, ০৩:১৮ পিএম

ভোট কারচু‌পির অভিযোগ করলেন জাপা প্রার্থী

কেন্দ্রগু‌লো‌তে জাপা প্রার্থীর এজেন্ট বের করে দেয়া ও ভোট কারচু‌পির অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আস‌নের উপ‌নির্বাচ‌নে সংসদ সদস্য প‌দে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল হক জহির।

রবিবার নির্বাচন চলাকালীন সম‌য়ে বেশ কয়েকটি পরিদর্শন করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  তি‌নি এসব অ‌ভি‌যোগ ক‌রেন।

জাপা প্রার্থী বলেন, ই‌ভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মে‌শি‌নে ভোটার‌দের জোরপূর্বক নি‌র্দিষ্ট ব্যাল‌টে টিপ (চাপ) দি‌তে বলা হচ্ছে। বেশ কিছু কে‌ন্দ্রে তারা ভোট জোর ক‌রে নি‌চ্ছে। ১২১‌ টি কে‌ন্দ্রেই লাঙ্গ‌লের  এজেন্ট দেয়া হ‌য়ে‌ছে। অনেক কেন্দ্র থে‌কে এ‌জে‌ন্টেদের বের ক‌রে দেয়া হ‌য়েছে।” আবার বেশ কিছু কে‌ন্দ্রে এজেন্টদের প্রবেশ কর‌তে দেওয়া হয়‌নি বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “বিষয়গু‌লো সং‌শ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের মৌ‌খিকভাবে জানা‌নো হ‌য়ে‌ছে‌। সেই সা‌থে আমার দ‌লের হাই কমান্ড‌কেও জানা‌নো হ‌য়ে‌ছে।” দ‌লের সিদ্ধান্ত অনুযায়ী পরব‌র্তীতে পদ‌ক্ষেপ গ্রহণ করা হ‌বে বলেও তিনি জানান।

জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩:২০) কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির জহিরুল ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব), ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুরি), স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম (মোটর গাড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, ১৬ নভেম্বর স্থানীয় সংসদ  মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি  শূন্য হয়। 

Link copied!