রাসিক নির্বাচন

ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক

জুন ২১, ২০২৩, ০৯:১০ এএম

ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (২১ জুন) সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চলছে ভোটগ্রহণ। এদিকে ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে ভীড় করেছেন ভোটাররা।

সকাল সাড়ে ৭টার দিকেই ভোটকেন্দ্রগুলোতে ভোট দিতে চলে আসেন ভোটাররা। নগরের ভোটকেন্দ্রগুলোতে দেখা যায় নির্ধারিত সময়ের অনেক আগেই তারা চলে এসেছেন ভোটকেন্দ্রে। নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হামিদপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই চিত্র দেখা যায়।

২৫ বছর ধরে স্থানীয় কাউন্সিলরের দায়িত্ব পালন করা শাহাদত আলী শাহু এবার ঘুড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, নগরে এবার সুষ্ঠু ভোট হবে। তাঁর ওয়ার্ডে প্রায় ৮০ শতাংশ ভোট পড়বে বলেও আশাবাদী তিনি।

ইলেট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে তিনি বলেন, সবাইকে বুঝিয়ে দেয়া হয়েছে। আশা করছি ভোট দিতে কোনো সমস্যা হবে না। সবাই সুন্দরভাবে ভোট দিয়ে আসতে পারবে।

রাজশাহী সিটি নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী চারজন। এরা হলেন: আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মুরশিদ আলম (হাতপাখা) ও জাকের পার্টির লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। তবে ইসলামী আন্দোলন প্রার্থী ভোট বয়কট করেছেন।

এবার ২৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১ জন। একটি ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ৪৬ জন। ১৫৫টি কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে। এখানে ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ছয়জন। তৃতীয় লিঙ্গের একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হয়েছেন।

নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট এবং প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

Link copied!