খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা বোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৭ ফেব্রুয়িারি) রাত সাড়ে ১১টটার দিকে মংলার বানিয়াশান্তা এলাকায় পশুর নদিতে অন্য একটি কার্গের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া কার্গোটির মাস্টার ওসমান গণমাধ্যমকে বলেন, গতখাল পশুর নদীর হার বারিয়া থেকে কয়লা বোঝাই করে মংলার দিকে আসছিল কার্গোটি। এটি মংলার বানিয়াশান্তা এলাকায় পৌছলে অন্্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।
এসময় জাহাজে দায়িত্বরত সবাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। মংলা থানার এসআই জাহাঙ্গির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।