মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাত, ভিডিও ভাইরাল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২২, ০৭:২৫ পিএম

মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাত, ভিডিও ভাইরাল

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বজ্রপাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বৃষ্টিস্নাত সন্ধ্যায় এই স্থাপনায় আঘাত হানে বজ্রপাত। এতে ওই এলাকার আকাশে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিন ধরেই সৌদি আরবে চলছে ঝড় ও বৃষ্টি। পাশাপাশি থেমে থেমে চলছে বজ্রপাতের ঘটনা।  এক ব্যক্তি সেই বাজ পড়ারই ছবি ধরে রেখেছেন নিজের ক্যামেরায়। যা গোটা দুনিয়া জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চরাচর কাঁপিয়ে বাজ এসে পড়ছে মক্কার ক্লক টাওয়ারে। অথচ দেখে যেন মনে হচ্ছে, সেই ক্লক টাওয়ার থেকেই বাজ উঠছে আকাশে। তার পর আকাশ আলো করে অনির্বচনীয় আলোর আলপনা!

 ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুলহাম এইচ নামের একজন টুইটারে ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, কয়েকদিন আগে মক্কায় বৃষ্টির সময় বুর্জ আল-সাতে বজ্রপাত হয়েছে।

শুক্রবার শেয়ার করা ভিডিওটি টুইটারে ইতিমধ্যে ১৪ লাখের বেশি মানুষ দেখেছেন। কয়েকজন টুইটার ব্যবহারী মুলহামের এই টুইট শেয়ার করেছেন।

Link copied!