জানুয়ারি ৬, ২০২৩, ০৫:৪১ পিএম
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীসহ মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তিনি আবার উঠে দাঁড়িয়ে বলেন, এখন কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে গেছে, এত নেতা আমাদের দরকার নেই।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তিনি এ কথা বলেন।
মঞ্চ ভেঙে পড়ার ব্যাপারকে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা গণমাধ্যমকে বলেন, ‘স্টেজ ভেঙে পড়েছে এটা স্বাভাবিক একটা ব্যাপার।’
এরপর ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলব এই যে নেতাদের মঞ্চে উঠা, এত নেতা আমার দরকার নাই। আমাদের আরো কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। এত নেতা আমাদের দরকার নাই। যেকোনো মন্ত্রী গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনে এত বড় কারখানা আমাদের দরকার নেই।’
শুক্রবার বেলা সোয়া তিনটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে ছাত্রলীগের শোভাযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়৷ ওবায়দুল কাদেরের বক্তব্য চলার মধ্যেই ৪টা ১০ মিনিটে ভেঙে পড়ে মঞ্চ।