মদ খেয়ে মোটেলে হামলা,ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২৩, ১০:৫২ এএম

মদ খেয়ে মোটেলে হামলা,ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

রাজশাহী পর্যটন মোটেলের বারে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধর করেছে স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীরা। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ হৃদয়সহ তাঁর সহযোগীরা মোটেলে এসব ঘটনা ঘটান। এ সময় মোটল কর্তৃপক্ষ তাঁদের আটকে পুলিশে খবর দিলে পরে মহানগর ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে ক্ষতিপূরণ দিয়ে ছাড়া পান তাঁরা।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল বাশার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

মোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ হৃদয় তাঁর সহযোগীদের নিয়ে পর্যটন মোটেলে আসেন। পদ পান করার পর বিল নিয়ে কবথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয়ের সঙ্গে সাথে থাকা সহযোগীরা দুজন কর্মচারীকে মারধর করেন ও তাদের মোবাইল ভেঙে ফেলেন। এসময় কর্মচারীরা বারের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রলীগ নেতা কর্মীদের অবরুদ্ধ করে রাজপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মহানগর শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাও ওইসময় হাজির হন। পরে মোটেল কর্তৃপক্ষকে জরিমানা দিয়ে বিরোধ মিটিয়ে ফিলেন ছাত্রলীগের নেতারা। 
রাজশাহী পর্যটন মোটেলের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা কর্মী মাঝেমধ্যেই বারে এসে মাতলামি করেন। তখন পুলিশ ডেকে মীমাংসা করতে হয়। শুক্রবারও রাতেও  মোটেলে বসে তাঁরা মুচলেকা দিয়েছেন। এরপর মদপানের ৭ হাজার ২০০ টাকা পরিশোধ করেছেন। মোবাইল ফোন মেরামতের টাকাও দিয়েছেন।

Link copied!