মন্ত্রিসভায় সিইসি-ইসি নিয়োগ আইন-২০২২ অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২২, ০৩:০১ পিএম

মন্ত্রিসভায় সিইসি-ইসি নিয়োগ আইন-২০২২ অনুমোদন

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের ক্ষেত্রে কতিপয় যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে সরকার। সিইসি বা ইসি পদে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং কমপক্ষে ৫০ বছর বয়স হতে হবে।

এছাড়া সরকারি-আধাসরকারি, বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে ২০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত  মন্ত্রিসভার বৈঠকে ‘ইসি নিয়োগ আইন ২০২২’ খসড়ার অনুমোদন করা হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হওয়া বিলটির খসড়া আইন মন্ত্রণালয়ে যাবে। পরে এটি জাতীয় সংসদে উঠলেও উঠতে পারে।”

প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধানের ধারা-১১৮ অনুযায়ি সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন এবং প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন।

Link copied!