স্থানীয় সরকারমন্ত্রী, ঢাকা ওয়াসার এমডিসহ পাঁচ কর্মকর্তা শিক্ষা সফরে যাচ্ছেন। সরকারের এক আদেশে শিক্ষা সফরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আগামী ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত এ সফরে থাকবেন তারা।
গত বুধবার সহকারী সচিব এ. কে. এম. মিজানুর রহমানের স্বাক্ষরিত জারি করা আদেশে বলা হয়েছে, ছয় দিনের শিক্ষা সফরে জাপানে যাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামসহ পাঁচজন। বাকি সদস্যরা হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, স্থানীয় সরকারমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) জাহিদ হোসেন চৌধুরী ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম। এই সফরের সময় সফরকারীরা দায়িত্বরত রয়েছেন বলে গণ্য হবে। আর সফরের খরচ বহন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জাপানে কোন বিষয়ের ওপর শিক্ষা নিতে তারা যাচ্ছেন সেটি আদেশে উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, ইতোমধ্যে ৬ সপ্তাহের ছুটিতে যুক্তরাষ্ট্রে আছেন ওয়াসার এমডি তাকসিম এ খান। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থাকবেন।