মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিককে মহাখালীর হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২২, ০৪:২২ পিএম

মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিককে মহাখালীর হাসপাতালে ভর্তি

সংক্রামক রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তি তুর্কি এয়ারলাইনসে করে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার শাহহালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাঙ্গিপক্স আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তিকে বিকেলে ৩টার দিকে আমাদের এ হাসপাতালে (মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে) ভর্তি করা হয়েছে। এরইমধ্যে আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে তাকে রেখেছি।

জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় ওই বিদেশি নাগরিককে মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হয়। সন্দেহভাজন যাত্রীর নাম আকসি আলতে (৩২)। তিনি তুরস্কের নাগরিক।

Link copied!