মাথাপিছু আয় বেশি দেখাতেই সরকার জনসংখ্যা কম দেখাচ্ছে: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২২, ০৪:৫৩ পিএম

মাথাপিছু আয় বেশি দেখাতেই সরকার জনসংখ্যা কম দেখাচ্ছে: ফখরুল

সরকার মাথাপিছু আয় বেশি দেখাতে দেশের জনসংখ্যা কম দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার ‘একটা টোটালি ফেক গভর্নমেন্ট’ বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি ঘোষণা হওয়া জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক ফলাফলের ওপর প্রতিক্রিয়ায় তিনি এমন অভিযোগ করেন।

ফলাফলের রিপোর্ট প্রদর্শন করে মির্জা ফখরুল বলেন, “এই দেখেন- এখানে মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেকোনো মানুষ বুঝবে যে, এখানে ১৮ কোটি আমরা হিসাব করি, আমাদের হিসাবে আসে প্রায় ১৮ কোটি মানুষ। সেখানে ১৬ কোটি মানুষ দেখালে তো মাথাপিছু আয় বেশি দেখানোর সুবিধা হবেই।”

জনশুমারীর গণণা নিয়ে সরকারের এক মন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ এবার জনশুমারির গণনায় তারাই স্বীকার করেছেন যে, জনশুমারির গণনা সঠিক হয়নি, বাড়ি বাড়ি যায়নি।”

মির্জা ফখরুল বলেন, “একটা বাড়িতে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করেছে যে,এই বাড়িতে কতজন লোক খায়। ও(দারোয়ান) তো এতো সব বুঝে না। সে বলেছে যে, দিনের বেলা ২জন খায়, রাতের বেলা ৪জন খায়। এই যে বিষয়গুলো…এটা তো জনশুমারী হতে পারে না।”

বিএনপি মহাসচিব বলেন, ‘‘এসব করে মানুষকে বিভ্রান্ত করা, প্রতারনা করা। পুরো সরকারটাই প্রতারনার ওপর দাঁড়িয়ে আছে। এটা একটা টোটালি ফেক গভার্মেন্ট।”

প্রসঙ্গত, গতকাল বুধবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক ফলাফল ঘোষণা করে।এতে দেখা যায়, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে ২০২১ সালে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। অর্থাৎ একবছরের ব্যবধানেই দেশে ৩৯ লাখ ৪২ হাজার ৩৮৪ জন লোক কমে গেছে। ১০ বছর আগে অর্থাৎ ২০১১ সালে ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন।  

Link copied!