মামলা থেকে অব্যাহতি পেলেন বিজ্ঞানের সেই শিক্ষক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ০২:৫১ এএম

মামলা থেকে অব্যাহতি পেলেন বিজ্ঞানের সেই শিক্ষক

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক জশিতা ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানউল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,মঙ্গলবার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল।

তিনি আরও বলেন, “বুধবার (১৭ আগস্ট) আদেশের কাগজপত্র পেয়েছি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তাকে অযথাই হয়রানি করা হয়েছে।”

প্রসঙ্গত, চলতি বছরের ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা করেন। বিজ্ঞান ও ধর্মের দৃষ্টিভঙ্গিগত ফারাক নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন হৃদয় মণ্ডল। সেই আলোচনা রেকর্ড করে ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা হয়। গত ২২ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে গত ১০ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি।

Link copied!