মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন জানাল চীন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২৩, ০৯:৪৬ পিএম

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন জানাল চীন

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর মর্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে চীন সমর্থন করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার জন্য দেশটি সার্বিকভাবে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটি। 
স্থানীয় সময় বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন একথা বলেন।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিনিধি র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য নিয়ে প্রশ্ন করেন।
এর জবাবে ওয়েনবিন বলেন, জাতীয় বাস্তবতা অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি সমুন্নত রাখার জন্য বাংলাদেশকে সহায়তা করবে চীন।

গ্লোবাল টাইমসের সাখে ওই সাক্ষাৎকারের চুম্বক অংশ ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

এতে প্রশ্নোত্তর আকারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিনের মন্তব্য প্রকাশ পেয়েছে।

ওয়াং ওয়েনবিনের কাছে গ্লোবাল টাইমসের সাংবাদিকদের প্রশ্ন ছিল-আমরা জানতে পেরেছি যে,  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন- র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তিনি ধাঁধার মতো দেখতে পেয়েছেন। আর নিষেধাজ্ঞা যেন একটা খেলার মতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছেন, যেকোনো দেশের সরকারকে উৎখাতের ক্ষমতা তাদের (যুক্তরাষ্ট্র) আছে। নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ ভীত নয়। যেসব দেশ বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কোনো কিছু কেনা বন্ধ করতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। এ বিষয়ে চীনের মন্তব্য কী?

এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আমরা জানি। একটি দেশ নিজেদের বর্ণ বৈষম্য, অস্ত্রের সহিংসতা ও মাদক সমস্যার প্রতি নজর না দিয়ে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাত দিয়ে বাংলাদেশসহ অনেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশের জনগণের অবস্থানের দৃঢ় অবস্থান ব্যাখ্যার পাশাপাশি আন্তর্জাতিক জনগোষ্ঠী, বিশেষ করে উন্নয়নশীল দেশেগুলোর একটি বৃহত্তর অংশের মনোভাব ব্যক্ত করেছেন।”

ওয়াং ওয়েনবিন আরও বলেন, “সব ধরনের আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরুদ্ধে আমরা বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করবো। পাশাপাশি জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক পদ্ধতি ও আইনের ওপর ভিত্তি করে বৈশ্বিক ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্যও আমরা কাজ করবো।”

Link copied!