মার্কেটিংয়ে ডিগ্রি থাকলে পররাষ্ট্রমন্ত্রীর কাজে আরও ভালো করতাম: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ০৪:৩১ পিএম

মার্কেটিংয়ে ডিগ্রি থাকলে পররাষ্ট্রমন্ত্রীর কাজে আরও ভালো করতাম: শিক্ষামন্ত্রী

মার্কেটিং বিষয়ে পড়াশোনা থাকলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশকে আরও ভালোভাবে তুলে ধরতে পারতেন বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী রজতজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এমন আক্ষেপ করেন। 

মার্কেটিং বিষয়ে ডিগ্রি না থাকায় আক্ষেপ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। আমাদের দেশের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, কিছু হলেই বলে দেশ বিক্রি করে দিয়েছি। আমাদের নিজেদের মধ্যেও এটা নিয়ে খুব হাসিঠাট্টা হতো। কথায় কথায় যে বিরোধী দল বলত দেশ বিক্রি করেছি, তো কত টাকায় বিক্রি হলো? আমার একসময় মনে হলো আসলে এটাতো গালি না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ ছিল আসলে সারা দুনিয়ার কাছে দেশটাকে তো বিক্রিই করা! আমার দেশে কী আছে, আমার দেশ কেমন, সেটাকে সবচেয়ে ভালোভাবে বিশ্বের কাছে তুলে ধরা। তবে আমার যদি মার্কেটিং বিষয়ে একটা ডিগ্রি থাকত তাহলে সে কাজটি আরও ভালোভাবে করতে পারতাম।” 

শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমি যখন বিদেশে যাই, আমাদের প্রবাসী ভাই-বোনদের সঙ্গে আমার কথা হয়। তখন একটা কথা বলি যে, তারা বিদেশে একেকজন বাংলাদেশ। তাদের চলনবলন কথা-বার্তা, আচার-আচরণ সবকিছু দিয়েই বিশ্ব বাংলাদেশকে চেনে। কাজেই তারা কোন বাংলাদেশকে পরিচিত করাতে চান তাদের ঠিক করে নিতে হবে। আমরা যারা দেশে আছি, আমাদের ক্ষেত্রেও তাই। একেকজনকে নিয়েই আমাদের এ বাংলাদেশ।”

এর আগে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

Link copied!