মালিক সমিতির দ্বন্দ্বে ৪ দিন ধরে বরগুনা ও পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২২, ১২:২২ পিএম

মালিক সমিতির দ্বন্দ্বে ৪ দিন ধরে বরগুনা ও পটুয়াখালীতে বাস চলাচল বন্ধ

মালিক সমিতির দ্বন্দ্বের কারণে ৪ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে পটুয়াখালী ও বরগুনার কয়েকটি আঞ্চলিক সড়কে। এরমধ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত কুয়াকাটা আঞ্চলিক সড়কও রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ওইসব রুটের যাত্রীরা। 

বুধবার সকাল থেকে পটুয়াখালী-কুয়াকাটা, পটুয়াখালী-আমতলী, বরিশাল-বরগুনা ভায়া চান্দুখালী রুটে ওই ২ জেলা সমিতির মালিকানাধীন সব বাস চলাচল বন্ধ রয়েছে। কুয়াকাটা থেকে দূরপাল্লার বাস ও বরিশাল মালিক সমিতির মাত্র ৭টি বাস চলাচল করছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

স্থানীয়রা জানান, বরগুনা ও পটুয়াখালী জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে আনুপাতিক হারে বাস চলাচল নিয়ে বাস মালিক সমিতির মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে ২০১৯ সালে বরিশালে এবং ২০২১ সালে ঢাকায় বাসমালিক সমন্বয় পরিষদের এক সভায় দুই জেলার বাস মালিক সমিতির মধ্যে সমঝোতাও হয়। সমঝোতা অনুযায়ী বরিশাল-কুয়াকাটা-পটুয়াখালী-আমতলী-তালতলী, বরিশাল-বরগুনা ভায়া চান্দুখালী রুটে আনুপাতিক হারে দুই জেলার বাস মালিক সমিতি বাস পরিচালনা করার কথা ছিল। গত ১৮ মে থেকে এসব রুটে বাস চলাচলে বরগুনা সমিতির লোকজন বাধা সৃষ্টি করে বলে পটুয়াখালী বাস মালিক সমিতির অভিযোগ। পটুয়াখালী থেকে ছেড়ে যাওয়া বাসগুলো বরগুনা সমিতির লোকজন আমতীসহ বিভিন্ন স্থানে আটকে রাখে বলে অভিযোগ করেন পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা।

এ দ্বন্দ্বের কারণে বুধবার সকাল থেকে বরগুনা বাস মালিক সমিতির লোকজন এবং শ্রমিকরা বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-তালতলী রুটে চলাচলকারী পটুয়াখালী বাস মালিক সমিতির বাসগুলো আটকে দেয়।

 

Link copied!