মালিবাগে বাস-ট্রেন দুর্ঘটনা; তদন্ত কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৩, ১০:০৭ এএম

মালিবাগে বাস-ট্রেন দুর্ঘটনা; তদন্ত কমিটি গঠন

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাসের সাথে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় রেলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (২২ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতেই কমি‌টি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক রেলের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলাম। 

এছাড়া কমিটির অন্য কর্মকর্তা হচ্ছেন- সহকারী প্রকৌশলী (ঢাকা-১) আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট সহকারী সংকেত প্রকৌশলী (ঢাকা-১) আশিকুর রহমান, রেলের সরকারি কমান্ড অন ফিরোজ আলম ও সরকারি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ এজহারুল ইসলাম।

প্রসঙ্গত, রাজধানীর মালিবাগ রেলগেটে রাত সোয়া ৯টার দিকে আন্তঃনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার সোহাগ পরিবহনের বাসে ধাক্কা দেয়। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনগামী আন্তঃনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেসের সাথে হালকা ঘষা লেগেছে। রেলগেট খোলা থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন্স, সেন্ট্রাল কন্ট্রোল) জসিম উদ্দিন ভূঁইয়া দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস চলছিল। ট্রেনটি মালিবাগ রেলগেটের কাছে পৌঁছালে সোহাগ পরিবহনের একটি এসি বাস লাইনে উঠে গেলে সেটিকে ট্রেনটি ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে বাসের একটি অংশ আটকে আছে। এ ঘটনায় রাজধানী ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান বাংলাদেশ রেলওয়ের এই উচ্চপদস্থ কর্মকর্তা।

সোহাগ পরিবহনের হেড অফিসের মালিবাগ শাখার ম্যানেজার আসাদ দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, সোহাগ পরিবহনের একটি স্ক্যানিয়া বাস ঘোরানো হচ্ছিল। ট্রেনটি বাসের এক দিকে লেগে যায়। বাসটিতে সে সময় কোনো যাত্রী ছিল না, হেলপার আর ড্রাইভার ছিল, তাঁরা অক্ষত আছে।

Link copied!