ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের শিক্ষার্থী রানা বাবুর মুখে কোনো মাস্ক নেই। পকেটেও ছিল না। তিনি ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন তিনি। মাস্ক কেন পরেননি জানতে চাইলে তিনি বলেন, ‘ভুলে গেছি।’ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।
রাজধানীর নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে আজ মঙ্গলবার বিকেলের ঘটনা এটি। নিউমার্কেট ও আশপাশের এলাকায় এ সময় স্বাস্থ্যবিধিবিষয়ক অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের অপরাধের মাত্রা বুঝে অর্থদণ্ড দেওয়া হয়। তবে অভিযান শেষে অভিযানস্থলে গিয়ে দেখা যায় আগের চিত্র। চলাচলকারী অনেকের মুখে মাস্ক থাকলেও বেশির ভাগের তা নেই। কারও মাস্ক ঝুলছিলো থুতনি ও গলায়।
দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ ১০ জানুয়ারি ১১টি বিধিনিষেধ জারি করে। ১৩ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে। সরকারি বিধিনিষেধের ১৩তম দিন আজ। এ নির্দেশনা কার্যকর করতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
বিকেল চারটার দিকে নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের ফুটপাতে অভিযান শুরু হয়। অভিযানে দেখা যায়, পথচারীদের অনেকের মুখে মাস্ক নেই। চলাচলকারীরা ভ্রাম্যমাণ আদালতকে দূর থেকে দেখেই পকেট ও ব্যাগ থেকে মাস্ক বের করে পরছেন। কেউ কেউ সকালে বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক না পরেই সারা দিন ঘুরছেন। কেউবা সঙ্গে মাস্ক থাকলেও তা মুখে না রেখে পকেটে রেখেছেন। আদালতের মুখোমুখি হলেই মানুষ নানা অজুহাত দেন।
তেমনই একজন মোহাম্মদপুরের আলহাজ মকবুল হোসেন কলেজের শিক্ষার্থী তাওহীদ বিন আজাদ। তার বাসা মোহাম্মদপুর। বিকেলে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। তবে তার মুখে কোনো মাস্ক ছিল না, সঙ্গেও নেই। ভ্রাম্যমাণ আদালত জানতে চাইতেই তাওহীদের দাবি, তিনি সব সময় মাস্ক ব্যবহার করেন। তবে বাসা থেকে বের হওয়ার সময় ভুলে গেছেন। তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।
ভাইকে গাড়িতে তুলে দিতে এসেছেন ৩০ বছর বয়সী আমির হোসেন। তিনি নিউমার্কেট এলাকায় গ্লোব মার্কেটের হকার। তার মুখে কোনো মাস্ক ছিল না। ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়লে তিনি প্রথমে আমতা আমতা করেন। পরে বলেন, ‘মাস্ক ধুয়ে দিছি।’
মাস্ক না পরার অপরাধে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে ছয়জনকে ১৮৬০ সালের দণ্ডবিধি ২৬৯ লঙ্ঘনের অপরাধে ১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। তিনি বলেন, কিছু মানুষ বাইরে স্বাস্থ্যবিধি মানছেন। তবে অনেকের মধ্যেই মাস্ক পরার বিষয়ে উদাসীন। মানুষকে সচেতন করতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান। তবে অভিযান, জরিমানা বা শাস্তি দিয়ে মানুষকে সচেতন করা যাবে না। মানুষকেই এ বিষয়ে আরও সচেতন হতে হবে।