মিতু হত্যা : আরেক আসামী গ্রেফতারের আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২১, ১২:৪৫ এএম

মিতু হত্যা : আরেক আসামী গ্রেফতারের আবেদন

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই ঘটনায় দায়ের হওয়া আগের মামলায় গ্রেফতার হয়ে ওই আসামি কারাগারে আছেন। এবার তাকে নতুনভাবে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় আসামি শাহজাহান মিয়াকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা।

পুরাতন মামলায় কারাগারে তিনজন

পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মিতু হত্যার পুরনো মামলায় তিন জন আসামি কারাগারে আছেন। পাঁচলাইশ থানায় দায়ের হওয়া নতুন মামলায় আসামি ওয়াসিম ও আনোয়ারকে আমরা এর আগেই গ্রেফতারের অনুমতি পেয়েছি। শাহজাহানকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।’

আদালতের প্রসিকিউশন শাখায় কর্মরত পাঁচলাইশ থানার জিআরও এসআই শাহীন ভূঁইয়া বলেন, ‘আবেদন আজ (মঙ্গলবার) আমাদের হাতে এসেছে। আমরা সেটি এখনো আদালতে উপস্থাপন করিনি। আগামীকাল (বুধবার) সেটি আদালতে দাখিল করব।’

২০১৬ সালেই গ্রেফতার হয়

মিতু হত্যায় জড়িতদের ব্যবহার করা মোটরসাইকেলের সূত্র ধরে ২০১৬ সালের ১ জুলাই শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছিল নগর গোয়েন্দা পুলিশ। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

Link copied!