মিতু হত্যা: তদন্ত সংস্থা ‘পরিবর্তনের’ আবেদন খারিজ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২২, ১১:১২ পিএম

মিতু হত্যা: তদন্ত সংস্থা ‘পরিবর্তনের’ আবেদন খারিজ

মাহমুদা আক্তার মিতু হত্যায় স্বামী বাবুল আক্তারের মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) ‘পরিবর্তে’ অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুল হালিমের আদালত এ বিষয়ে শুনানি শেষে তা খারিজ করে দেয়।

গত বছর ১৪ নভেম্বর মামলাটির তদন্ত পিবিআই’র পরিবর্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিংবা র‌্যাবের কাছে হস্তান্তরের আবেদন করেন বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি বলেন, “বাবুল আক্তারের করা মামলাটিতে তদন্ত সংস্থা পরিবর্তনের আবেদন করেছিলাম নভেম্বরে। সেটির আজ শুনানি শেষে খারিজ করা হয়েছে। ওই মামলাতেই এখন তিনি গ্রেপ্তার হয়ে আছেন।”

পরবর্তীতে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে বলে জানান আইনজীবী শেখ ইফতেখার।

গত ৩ নভেম্বর সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলাটি ‘অধিকতর’ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছিল আদালত। তবে এ মামলায় পিবিআই’র দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেনি।

পাঁচ বছরেরও বেশি সময় আগের ওই হত্যা মামলা তদন্ত করতে গিয়ে খোদ বাবুল আক্তারের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে গত বছর মে মাসে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল তদন্ত সংস্থা পিবিআই।

এর ভিত্তিতেই বাবুলকে আসামি করে নতুন একটি হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মামলায় বাবুল আক্তারসহ মোট নয়জনকে আসামি করা হয়। এই মামলাটিও তদন্ত করছে পিবিআই।

Link copied!