মিয়ানমারের সাহস নেই আমাদেরকে সরাসরি কিছু করার: পরিকল্পনামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২২, ০৬:৩৭ পিএম

মিয়ানমারের সাহস নেই আমাদেরকে সরাসরি কিছু করার: পরিকল্পনামন্ত্রী

মিয়ানমারের সাহস নেই আমাদেরকে সরাসরি কিছু করার। তবে খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস তাদের আছে। আর এই অভ্যেস তাদের পুরনো, সেটা নতুন নয়। তাদের এই অভ্যেসের কথা দুনিয়ার মানুষ জানে। মিয়ানমার যদি সব সময় আমাদেরকে খোঁচায় তাহলে বাধ্য হয়ে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বুধবার এসব কথা বলেছেন। এদিন সুনামগঞ্জের শান্তিগঞ্জের বিজয়া দশমীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন মন্ত্রী। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও অর্থ সহায়তা প্রদান করেন।  

পরিকল্পনামন্ত্রী বলেন, 'আমরা দেশের অভ্যন্তরে, সীমান্তে, সর্বত্র শান্তি চাই। শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে আমরা যুদ্ধ বিগ্রহ চাই না। মিয়ানমারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আমাদের সীমান্ত রক্ষা বাহিনী সার্বক্ষণিক কড়া পাহাড়ায় আছে। তাদের পেছনে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও নিরাপত্তায় রয়েছে। তবে সবচেয়ে বড় শক্তি আমাদের জনগণ। তারা এ বিষয়ে খুবই সচেতন।

মন্ত্রী আরো বলেন, 'মিয়ানমারের সাহস নেই আমাদেরকে সরাসরি কিছু করার। তবে খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস তাদের আছে। আর এই অভ্যেস তাদের পুরনো, সেটা নতুন নয়। তাদের এই অভ্যেসের কথা দুনিয়ার মানুষ জানে। ' 

এশিয়ার দেশ চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক অত্যন্ত ভালো। ভারত ও চীনের সাথেও আমাদের সম্পর্ক ভালো। মিয়ানমারের সাথেও ভারতের সম্পর্ক ভালো। দুটি বড় রাষ্ট্র প্রতিবেশি হিসেবে আমাদের মাঝখানে থেকে সমাধানের জন্য উভয় পক্ষের সাথে কথা বলতে পারে। আমার বিশ্বাস, তাঁরা তা করছে। যোগ করেন মন্ত্রী।

Link copied!