মূল্য তালিকা না থাকায় ৮টি পরিবহনকে জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২২, ০৪:১৮ পিএম

মূল্য তালিকা না থাকায় ৮টি পরিবহনকে জরিমানা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত মূল্যতালিকা না থাকা ৮টি পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। প্রতিটি পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার রাজধানীর কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর অধিদপ্তর। ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক মো. মনজুর শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনালের  শ্যামলী, হানিফ, মানিক, নাবিল, চাঁপাই, গ্রামীণ- কল্যানপুরে এই ছয়টি কাউন্টারে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। ভাড়ার তালিকা প্রকাশ না করায় এই জরিমানা করা হয়।

এরপর গাবতলীতে অভিযান চালানো হয়। কাউন্টারে মূল্য তালিকা না থাকায় ঈগল পরিবহন ও  সোহাগ পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক মো. মনজুর শাহরিয়ার বলেন, “ঈদে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দে বাড়ি যেতে পারেন তাই বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ভোক্তা অধিদপ্তর এবার বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করবে।”

গাবতলী টার্মিনাল ও কল্যানপুর বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মূল্য তালিকা না থাকায় ৮টি কাউন্টারকে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা টাঙানো, বাসের ফিটনেস যাচাই করে যাত্রী পরিবহনের জন্য সচেতন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ফের এগুলো তদারকি করা হবে।আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি “

ভোক্তা অধিকার অধিদপ্তরের এই পরিচালক আরও বলেন, “মূল্য তালিকা অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে কি না সেটা দেখেছি। বিআরটিএর মূল্য তালিকা যেভাবে লাগানোর কথা ছিল সেটা আছে কি না তা দেখেছি। যারা তালিকা এখনো লাগায়নি তাদেরকে আমরা জরিমানা করেছি। সামনেও আমরা আবার অভিযান চালাবো।”

Link copied!