মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২১, ১২:৪৭ এএম

মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মামলাটি করেন মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তর।

আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত এই আলোচিত মেয়রের বিরুদ্ধে মামলা দায়েরের খবরটি রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর আলম একজন আওয়ামী লীগের মুখোশধারী সাবেক নেতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছেন। বঙ্গবন্ধু সম্পর্কে প্রোপাগান্ডা চালিয়ে তিনি ইতিহাস বিকৃত করেছেন। এছাড়া শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছাড়িয়েছেন।

এসব বিষয় উল্লেখ করে  ৫০৪ ও ৫০৫ ধারায় মামলার আবদেন করা হয়। মামলা নম্বর সিআর ৭৭২/২০২১।

আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ীর আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে এ মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

Link copied!