মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাধারণ ডায়েরি (জিডি) করে ফেরার পথে আরাফাত হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল থানার কাছেই এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরাফাতের ভাই জামাল হোসেন বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।
এই ঘটনায় আবদুর রউফ (৪২), তাঁর ভাই বেলাল মিয়া (৩০), বিল্লাল মিয়া (৩২) ও রুমন মিয়াকে (৩৫) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তাঁদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামে। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার বাদী মো. জামাল হোসেন বলেন, আসামিদের সঙ্গে তাঁদের জমি নিয়ে আগে থেকেই ঝামেলা চলছিল। আসামিরা গতকাল তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। জিডি করে মোটরসাইকেলে বের হওয়ার সময় থানার পাশের গলিতে তাঁর অন্য দুই ভাইয়ের গতি রোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে আসামিরা। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার।