করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বিভাগের বিভিন্ন জেলা থেকেও চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।
সোমবার (২৬ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। এক দিনে এত মানুষের মৃত্যু এই প্রথম দেখল এই হাসপাতাল। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন ৮৪ জন ভর্তি হয়েছেন। এনিয়ে সোমবার (২৬ জুলাই) পর্যন্ত ৪৫৬ জন এবং আইসিউতে ১৯ জন চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন সোমবার (২৬ জুলাই) সকালে দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘সোমবার গত ২৪ ঘন্টায় মৃত ২৩ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ছিলেন ৯ জন। অন্য ১৪ জন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় সোমবার (২৬ জুলাই) গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ২৩ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত
হাসপাতাল সূত্র জানায়, সোমবার গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে যারা করোনা পজিটিভি শনাক্ত ছিলেন তারা হলেন, ময়মনসিংহ সদরের শুক্লা (৬১) ও আলি ফতেন্নেসা (৬৮), ত্রিশাল উপজেলার সাব্বির (৪২), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলী (৬০), মুক্তাগাছা উপজেলার লিয়াকত আলী (৬০), গফরগাঁও উপজেলার বকুলা (৮২), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াজুড়ি উপজেলার শাহজাহান (৫০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার ফয়েজ বানু (৮০)।
করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের মো. সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), ইসমাইল (৩৫) ও আব্দুস সিদ্দিক (৬৫), ভালুকা উপজেলার তাজুদ্দিন (৪৫), গফরগাঁও উপজেলার আব্দুস রাজ্জাক (৮০), ত্রিশাল উপজেলার আঞ্জুমান (৭০), নান্দাইল উপজেলার রমেসা (৭৮), ফুলপুর উপজেলার আব্দুল সেলিম (৫০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পূর্বধলা উপজেলার আব্দুর রশিদ (৮৫), মধুপুর উপজেলার খলিল (৮৫), টাঙ্গাইল সদরের বিনয় কৃষ্ণ পোদ্দার (৬২) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার নুরুল ইসলাম (৬০)।
এদিকে, মংমনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান,সোমবার গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৭০ জন। এই সময়ে ১ হাজার ২৬৩ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ২৯ দশমিক ২৯।’
ডা. মোহাম্মদ নজরুল ইসলাম আরও জানান, ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত মোট ১২ হাজার ৮৫৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। জেলায় এ পর্যন্ত ৯ হাজার ৪৮১ জন সুস্থ হয়েছেন বলেও তিনি জানান।