যদি ডাক পড়ে আমি সাড়া দেব, আমি আবার রাজপথে থাকব

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২২, ০৫:০৫ এএম

যদি ডাক পড়ে আমি সাড়া দেব, আমি আবার রাজপথে থাকব

দলের প্রয়োজন হলে, যদি ডাক পড়ে তাহলে রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার কথা আবারও জানালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

আওয়ামী লীগে ফেরার গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার রাতে শতাধিক সমর্থক নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হাজির হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহেল তাজ একথা বলেন।

বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমণ্ডির ওই কার্যালয়ে সভাপতিমণ্ডলীর কক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপও করেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর পুত্র সোহেল তাজ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, “আমার যদি ডাক পড়ে, আমি সাড়া দেব। আমি আবার রাজপথে থাকব। ২০০১ সালে বিএনপি জায়ামাত-জোট সরকারের সময় যেমন ছিলাম, ঠিক সেভাবেই থাকব। আমি সে অবস্থানেই আছি।”

রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক পরিবারেই আমার জন্ম। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি রাজনীতির বাইরে ছিলাম না কোনো সময়ই।”

সোহেল তাজ বলেন, “মাঝখানে কিছুদিন ব্যক্তিগত কাজে ছিলাম। এখন পার্টি অফিসে আসছি, নিয়মিত আসার চেষ্টা করব।”

প্রসঙ্গত,  সোহেল তাজ ২০০৮ সালে প্রথম নির্বাচনে অংশ নিয়েই সংসদ সদস্য হলে তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেন শেখ হাসিনা। তবে পাঁচ মাস পরই পদত্যাগ করেন সোহেল তাজ। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। তারপর রাজনীতি থেকেই বিচ্ছিন্ন হয়ে যান তিনি। তার সংসদীয় আসনে (গাজীপুর-৪) এখন সংসদ সদস্য তারই বোন সিমিন হোসেন রিমি।

Link copied!