সেপ্টেম্বর ১১, ২০২২, ০৮:৩০ এএম
যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পৌনে ২ ঘণ্টার চেষ্টায় রবিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক মো. এরশাদ আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একাধিক টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় রেস্তোরাঁর ভেতরে থাকা কর্মীরা ভবনটির ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।
গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন মো. এরশাদ আলী। তিনি বলেন, বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতে কাজ করছে।