যুক্তরাজ্যে বাংলাদেশি তরুণী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২২, ০৭:০০ পিএম

যুক্তরাজ্যে বাংলাদেশি তরুণী হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেসা (২৮) হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কোচি সেলামাজ (৩৬)। সাজাপ্রাপ্ত ওই আসামিকে কমপক্ষে ৩৬ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

আজ শুক্রবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করেন।

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন কোচি সেলামাজ। ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। এ সময় হামলার শিকার হন। পরদিন কাছের কিডব্রুক এলাকার একটি পার্কের ভেতরে তার লাশ পাওয়া যায়।

ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞান হওয়ার আগপর্যন্ত সাবিনা নেসার মাথায় আঘাত করছেন কোচি সেলামাজ। নেসা অজ্ঞান হয়ে গেলে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এরপর সাবিনা নেসাকে শ্বাসরোধে হত্যা করেন।

নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার বাবার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।

Link copied!