জুন ১১, ২০২১, ০২:০০ পিএম
দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য করোনাভাইরাস মোকাবেলায় গঠিত বৈশ্বিক ভ্যাকসিন জোট-গ্যাভি’র কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে বাংলাদেশ ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১১ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে ওই বার্তায় কবে নাগাদ এ টিকা পাওয়া যাবে বা কিভাবে পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত করা হয়নি।
আড়াই লাখ টিকার ফান্ড
বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাচ্ছি।’ কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের চালান শিগগির বাংলাদেশে আসবে বলেও তিনি জানান ।
বিশ্বের বিভিন্ন দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোতে ৮ কোটি ডোজ করোনাপ্রতিরোধী টিকা সরবরাহ করার ব্যাপারে গত ৩ জুন হোয়াইট হাউস সিদ্ধান্ত নেয়।
হোয়াইট হাউসের সিদ্ধান্ত মোতাবেক প্রথম ধাপে আড়াই কোটি ডোজ টিকা বণ্টন করা হবে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে বণ্টন করা হবে এক কোটি ৯০ লাখ ডোজ টিকা। অবশিষ্ঠ ৬০ লাখ ডোজ টিকা যুক্তরাষ্ট্র নিজে অন্য দেশগুলোকে দেবে। আর এই ৬০ লাখ থেকে বাংলাদেশকে ১০ লাখ ৮০০ ডোজ টিকা দেবে বাইডেন প্রশাসন।
দেশে মৃত্যু সংখ্যা কম বিধায় টিকা পাওয়ায় দেরি
এর আগে, বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী উপহার হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশের কাছে টিকা চেয়ে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বলে। কিন্তু হাতে আসছে না।’
ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে অনেক অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে জেনে সঙ্গে সঙ্গে তাদের অনুরোধ জানালাম। পরে জানা গেল, করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কম বলে যে দেশগুলোতে টিকা দেওয়া হবে, তার অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ নেই।’
পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরই একই দিনে রাজথানীর গুলশানে এক অনুষ্ঠানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বিভিন্ন দেশে যে টিকা দিচ্ছে, তাতে অগ্রাধিকারের তালিকায় আছে বাংলাদেশ। শিগগিরই যুক্তরাষ্ট্রের উপহারের এ টিকা বাংলাদেশে আসবে।