পররাষ্ট্রসচিবের মন্তব্য

‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল নির্বাচনের জন্য আসছে—এমন তথ্য আমার কাছে নেই’

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৬, ২০২৩, ০৮:৩২ পিএম

‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল নির্বাচনের জন্য আসছে—এমন তথ্য আমার কাছে নেই’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া প্রতিনিধিদল নিয়ে আগামী ১১ জুলাই চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। তাদের এ সফর নির্বাচনকেন্দ্রীক নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মার্কিন প্রতিনিধিদলের সফর যে শুধুই নির্বাচনকেন্দ্রিক নয়, এমনটা উল্লেখ করে মাসুদ বিন মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল যে নির্বাচনের জন্য আসছে—এমন তথ্য অন্তত আমার কাছে নেই। এই সফর দুই দেশের যে কাঠামো তারাই ধারাবাহিকতা। এখানে অনেক ইস্যুই আলোচনা হবে। তার মধ্যে নির্বাচনও আসতে পারে।’

এই সফরে আলোচনার অন্য অনেক বিষয় আছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানবাধিকার আছে, তিনি (উজরা জেয়া) রোহিঙ্গা শিবিরে যাবেন, শ্রমিক ইস্যু, বাণিজ্য ইস্যু আছে। উনার ম্যান্ডেটের বিষয়গুলো বেশ ব্যাপক। তার মধ্যে একটা হয়তো থাকতে পারে নির্বাচন। সেটা আমরা বাতিল করে দিচ্ছি না। কিন্তু এটা যে নির্বাচনকেন্দ্রিক সফর, তা ভাবা ঠিক হবে না।’

এদিকে এসব সফরের আগে বিমসটেকের বিষয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব (পূর্ব) সৌরভ কুমার। কিন্তু তার সফরের সময়ে বিমসটেকের মহাসচিব ঢাকায় নেই। তাহলে জাতীয় নির্বাচন নিয়ে ভারতের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘এগুলো একেবারে অমূলক। বিভিন্ন ধরনের জল্পনা আমরা দেখেছি। এটা ঠিক নয়।’

পররাষ্ট্রসচিব বলেন, বিমসটেক মহাসচিবের মা মারা গেছেন। তিনি সে কারণে এখানে নেই। এখানে অন্য কিছু নেই। বিমসটেকের বিষয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন সৌরভ কুমার।

Link copied!