ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত-সমালোচিত হওয়া কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদের সাথে ব্যক্তিগত প্রয়োজনে সাক্ষাৎ করেছেন বলে জানান তিনি।
শনিবার (১ এপ্রিল) বিকেলে এই সাক্ষাৎকার শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হিরো আলম বলেন, সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে হিরো আলমকে নিয়ে মিথ্যা তথ্য, প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে পরিচালক-প্রযোজকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করতে ডিবি প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন।
প্রায় আড়াই ঘণ্টা ডিবি কার্যালয়ে কাটানোর পর হিরো আলম বলেন, ডিবি পুলিশ আমাকে ডাকেনি। আপনারা দেখেছেন চলচ্চিত্রের কিছু লোকজন আমাকে নিয়ে অকথ্য ভাষায় বিভিন্ন ধরনের কথা বলছে। আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না। কিন্তু চলচ্চিত্রের কিছু পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছি।
এছাড়া আমার ফেসবুক ও ইউটিউবের কিছু কনটেন্ট, কিছু ব্যক্তি নিজের কনটেন্ট বলে লাইসেন্স করে নিয়েছে। তারা এখন আমার চ্যানেলে স্ট্রাইক ও রিপোর্ট করছে। সব মিলিয়ে আমি নিজেই এসেছি।
কারও নাম উল্লেখ না করে অভিযোগের বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি। এতে যারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে তাদের নাম আছে। এছাড়া আমার কনটেন্ট নিয়ে যারা রিপোর্ট মেরেছে তাদের নামও আছে।’
গোয়েন্দা প্রধানের প্রশংসা করে হিরো আলম বলেন, হারুন স্যার অনেক ভালো মানুষ। আমার অভিযোগ তিনি শুনেছেন। তিনি আমাকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এছাড়াও আগামী নির্বাচনে তিনি আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।