জুন ২২, ২০২১, ০৯:২৬ পিএম
বিশ্বের যেকেনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বা দুর্যোগপ্রবণ এলাকার জন্য বাংলাদেশ অনুকরণীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২ জুন) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরুর আগে মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণলালয়ের স্মা্রকগ্রন্থ ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’র মোড়ক উন্মোচনকালে তিনি এ মন্তব্য করেন।
সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে ঘূর্ণিঝড়ে মানুষের জানমালের ক্ষতি কমানো যায়, কীভাবে মানুষকে বাঁচানো যায়, শুধু মানুষ না তাদের গৃহপালিত পশুপাখি বা সাধারণ পশুপাখি তারাও কীভাবে বাঁচতে পারে, সে চিন্তাভাবনা থেকে তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন, যা আমাদের জন্য একটা মাইলফলক।’
‘জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমরা কিন্তু এ দেশের মানুষকে বঁচাতে সক্ষম হয়েছি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবার মতো আত্মবিশ্বাস আমরা পেয়েছি এবং পরিকল্পনা করার যে উদ্যোগ, সেটাও আমরা করতে পেরেছি। এটা শুধু আমাদের জন্য না, বিশ্বের যেকোনো দুর্যোগপ্রবণ এলাকার জন্য অনুকরণীয়।’
সাসটেইনাবেল ডেভেলপমেন্ট গোল-এসডিজি সম্পর্কে সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। সাসটেইনাবেল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নে আমরা সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছি এবং এসডিজি বাস্তবায়নে তিনটি অন্যতম দেশের মধ্যে বাংলাদেশ আছে।’
একনেক সভায় প্রায় ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০ কোটি ৭৯ লাখ টাকা।