যেসব জেলায় হতে পারে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২৩, ১০:১০ এএম

যেসব জেলায় হতে পারে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি

ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঢাকাসহ দেশের ১৮টি জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ঢাকা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, দেশের কয়েকটি জেলায় কালবৈশাখী আঘাত হানতে পারে।

তিনি লিখেছেন, সকাল সাড়ে ৭টার পর বেলা ১১টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় হতে পারে। এর মধ্যে সিলেট, চট্টগ্রাম, খাঘড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রম করতে পারে।

 

Link copied!