রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের চতুর্থ তলার একটি ওয়ার্ডে আগুন লাগে। ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক ফরিদ আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রংপুর জেলার ফায়ার সার্ভিসের পরিচালক ফরিদ আহমেদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের চতুর্থ তলার একটি ওয়ার্ডে আগুন লাগার খবর পান তারা। তাদের ছয়টি ইউনিট দ্রুত সেখানে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। কেউ এ ঘটনায় হতাহত হননি।
তিনি আরও জানান, হাসপাতালের চতুর্থ তলার সাত নম্বর ওয়ার্ড থেকে বেলা ১১টার দিকেও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল। আতঙ্কিত স্বজনরা ভিড় করে ছিলেন ওই ভবনের নিচে।
কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের চতুর্থ তলার একটি ওয়ার্ডে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন।” আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানানো সম্ভব নয় বলেও তিনি জানান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের।