থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে। শনিবার(৬ নভেম্বর) রাত থেকে কথা বলতে পারছেন।
হাসপাতালে তার সঙ্গে থাকা ছেলে ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের বরাত দিয়ে রবিবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রওশন এরশাদের একান্ত সহকারী মামুন হাসান।
মামুন হাসান বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গতকাল (শনিবার) রাত থেকে তিনি কথা বলছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো আছেন।’ সাদ এরশাদ দেশবাসীর কাছে রওশন এরশাদের জন্য দোয়া চেয়েছেন বলেও তিনি জানান।
প্রসঙ্গত,উন্নত চিকিৎিসার জন্য শুক্রবার(৫ নভেম্বর) বিকেল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়।
সাদ এরশাদের ভাষ্যমতে, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। প্রায় আড়াই মাস ধরে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়াসহ তার অক্সিজেনের স্তর ওঠানামা করছে।
গত ১৪ আগস্ট ময়মনসিংহ-৪ আসনের এই সংসদ সদস্যকে ফুসফুসের সংক্রমণে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। ওইসময় বেশ কিছুদিন আইসিইউতে থাকার পর তাঁকে কেবিনে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ অক্টোবর ফের তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে গত শুক্রবার (৫ নভেম্বর) থাইল্যান্ডে নেওয়া হয়।