ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৭:৫৬ পিএম
আসছে রবিবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এই সফরে তিনি লস অ্যাঞ্জেলসে একটি শহীদ মিনার ও একটি লাইব্রেরিতে বাংলাদেশ কর্নার উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে
মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।
মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের লস অ্যাঞ্জেলেস সফরের সম্ভাবনা রয়েছে। তিনি সেখানে শহীদ মিনার উদ্বোধন করবেন। পররাষ্ট্রমন্ত্রী সেখানকার একটি লাইব্রেরিতে বাংলাদেশ কর্নার উদ্বোধন করবেন। এছাড়া তিনি সেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি বক্তৃতা দেবেন।
ড. মোমেন আগামী ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন বৈঠকে যোগ দেবেন বলেও মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়।
এদিকে, বৃহস্পতিবার এদিকে, বৃহস্পতিবার সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সুসম্পর্ক রাখাসহ ঢাকার নতুন সম্ভাবনাগুলোর সঙ্গে ওয়াশিংটন কাজ করতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের সাতজন অত্যন্ত সিনিয়র কূটনীতিক ঢাকা সফর করে গেছেন। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। ওরা এসেছেন আমাদের সঙ্গে তাদের দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য। যত ধরনের ভুল বোঝাবুঝি আছে, সব দূর করে অত্যন্ত শক্ত ভিত্তির ওপর আমাদের উভয় দেশের সম্পর্ক।”শুধু তাই নয়, তাদের দেশে (যুক্তরাষ্ট্রে) গিয়ে তাদের নেতাদের সঙ্গে আলাপ করার জন্যও দাওয়াত দিয়েছেন বলেও জানান ড. এ কে আব্দুল মোমেন।