রাজউকের আবাসিক এলাকায় স্কুল নির্মাণে বাধা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ১১:০৫ পিএম

রাজউকের আবাসিক এলাকায় স্কুল নির্মাণে বাধা

রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে তৈরি হয়েছে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট। নানাবিধ সুবিধা সম্পন্ন এই প্রকল্পে প্রাইমারি ও হাইস্কুল তৈরির কাজ শুরু করেছিলো সাউথ পয়েন্ট নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তবে এতে এখন আপত্তি জানাচ্ছে আবাসিক ভবনের মালিকরা। স্কুলের নামে বরাদ্ধকৃত জমি থাকলেও মালিকপক্ষের বাধার মুখে ২০২২ এর জানুয়ারিতে নির্মানকাজ বন্ধ করতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।

মালিকদের বাধায় এখনও নির্মিত হয়নি স্কুল

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ক্যাপ্টেন (অব.) মো. জাহাঙ্গীর আলম তালুকদার দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, আমরা স্কুলের নামে এ জমি কিনেছি রাজউকের কাছ থেকে। রাজউকের নির্মান কাজ শেষ হলে আমরা আমাদের প্রাইমারি ও হাইস্কুল নির্মান কাজ শুরু করি। কিন্তু মালিকপক্ষের পক্ষ থেকে বার বার বাধা দেওয়া হয়। যার ফলে আমরা বাধ্য হই এই জায়গা থেকে সরে যেতে। এখন রাজউকের সাথে আলাপ করেছি। রাজউক আমাদের আশ্বাস দিয়েছে যে দ্রুততার সাথে সকল সমস্যার সমাধান করবে।

সরকারি স্কুল চায় মালিকপক্ষ

তবে মালিকপক্ষের দাবি, রাউউক যখন এই প্রকল্প দেয় তখন সেখানে কোন বাণিজ্যিক স্কুল করার বিষয় উল্লেখ ছিলো না। সেখানে বলা হয়েছিলো এই প্রকল্পে সরকারি স্কুল, কলেজ ও ভার্সিটি হবে। আর সকল কিছুই হবে ভবনের একটি কর্নারে, মধ্যে নয়। এ বিষয় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতির সভাপতি ড. হামিদুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, প্রকল্পটি নিম্ন আয়ের মানুষের জন্য বিধায় বেসরকারি স্কুলের ব্যয় সকলের বহনকরা সম্ভব হবে না। এখানে সরকারি স্কুল হবে জেনেই অনেকে ফ্লাট কিনেছে। এখানে একটি বেসরকারি স্কুলের কাজ তৈরি হলো তখনি এখানকার বাসিন্দারা প্রতিবাদ করেছে। আর আমাদের দাবি, ভবনের সাইডে রাজউকের অনেক জায়গা রয়েছে। সেখানে একটি সরকারি স্কুল হোক। কারণ ভবনের মধ্যে কোন স্কুল হলে তা বাসিন্দাদের জন্য চলাচলে অসুবিধা হবে।

প্রকল্পে না থাকলেও বিকল্প ভাবছে রাজউক

এই প্রকল্পে কোন সরকারি স্কুল হওয়ার কথা ছিলো না বলে জানান রাজউক কর্তৃপক্ষ। এ বিষয় রাজউকের চেয়ারম্যান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, এখানে কোন সরকারি স্কুল করার কথা ছিলো না। ভবন ব্যবহারকারীদের কাছ থেকে এক ধরনের আপত্তি এসেছে। আমরা আপত্তিটা পর্যালোচনা করছি। পর্যালোচনা শেষে আমরা একটা সিদ্ধান্ত জানাবো। তবে সেখানে স্কুল হবে। সেটা মধ্যে হবে নাকি কর্নারে হবে সেটা পরবর্তিতে জানানো হবে’।

Link copied!