রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে রাইসুল ইসলাম রাসেল (৪৩) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর থানা পুলিশ আহমেদনগর পাইকপাড়া এলাকার একটি টিনশেড বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানার ওসি বলেন, মঙ্গলবার প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিকেল ৪টার দিকে টিনশেড বাসার বারান্দার লোহার গেট ভেঙে কক্ষ থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে।
রাসেল কারও সঙ্গে তেমন চলাফেরা করতেন না জানিয়ে ওসি আরও বলেন,তার গ্রামের বাড়ি নরসিংদী হলেও মিরপুরের বাসা তাদের নিজের। রাসেলের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, রাসেল ফ্রিল্যান্সিং কোনো কাজে যুক্ত ছিল। সে কারোর সঙ্গে তেমন মিশতো না।
মিরপুর থানার ওসি আরও বলেন,আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।