রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩১, ২০২২, ০২:৫৮ পিএম

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে কাকরাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শহিদুল ইসলাম মণ্ডল (৪৬)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামে।

শহিদুল গাজীপুর হাইওয়ে পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার বলেন, পুলিশ সদস্য শহিদুল ইসলাম মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় কাকরাইল মোড় এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!