রাজধানীতে ছাদবাগান পরিচ্ছন্ন রাখলে হোল্ডিং ট্যাক্সে ছাড়: এলজিআরডিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ১৪, ২০২৩, ০৪:১৩ পিএম

রাজধানীতে ছাদবাগান পরিচ্ছন্ন রাখলে হোল্ডিং ট্যাক্সে ছাড়: এলজিআরডিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। সংগৃহীত ফাইল ছবি

ঢাকা সিটি করপোরেশন এলাকায় ভবনে ছাদবাগান করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি)মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ তথ্য জানান।

এলজিআরডিমন্ত্রী বলেন,“এখন থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছাদবাগান করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তাপমাত্রা কমাতে ছাদবাগান করার পরামর্শ দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “যারা ছাদবাগান করবে সঙ্গে যথাযথভাবে পরিচর্যা করবে, যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশন এবং পৌরসভার জন্য প্রযোজ্য হবে।”

এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি আরও জানান, “ছাদবাগান করার জন্য কিছু আর্কিটেকচারাল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে। সংশ্লিষ্ট এলাকার মেয়র সর্বিক বিষয় ঠিক করে দেবেন।”

Link copied!