ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৯:০১ পিএম
রাজধানীর শ্যামপুরে পাকিজা টেক্সটাইল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুরের অটবি চত্বর এলাকায় ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আসে।”
পাকিজা টেক্সটাইলের চার তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানান খালেদা আক্তার। তবে সেখানে কীভাবে আগুন লাগল তা জানাতে পারেননি তিনি।”