ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৭:১৫ পিএম
মোটরসাইকেলে বাসের ধাক্কায় রাজধানীর যাত্রাবাড়ীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর সহপাঠী আহত হন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে কাজলার ভাঙা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. ওমর ফারুক পলক (২৪)। তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত হন তাঁর সহপাঠী জুয়েল রানা (২১)।
নিহত ওমর ফারুকের দূরসম্পর্কের মামা নাদিম হোসেন বলেন, ওমর ফারুক ও জুয়েল রানা দুজনেই মুগদা ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএর প্রথম বর্ষে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় আশিয়ান সিটি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। আহতাবস্থায় জরুরি বিভাগে চিকিৎসাধীন জুয়েল রানা ডান হাঁটুতে আঘাত পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওমর ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জুয়েল রানা জরুরি বিভাগের চিকিৎসাধীন।
নিহত ওমর ফারুকের বাবার নাম মমিনুল হক। তাঁরা জিনজিরা এলাকায় থাকেন। গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাহেবদীনগর।
ওমর ফারুক আমার বাংলাদেশ ফাউন্ডেশনের বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধন সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুণর্বাসন সোসাইটি চট্টগ্রাম জেলা যুব কমান্ডের সচিব।