রাজধানীতে তিন দিনের সবজি মেলা শেষ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২২, ০৯:৪৬ পিএম

রাজধানীতে তিন দিনের সবজি মেলা শেষ

রাজধানীতে শুরু হওয়া তিন দিনের সবজি মেলা শেষ হলো। এবার মেলায় ৩১ লাখ ৪৭ হাজার টাকার সবজি বিক্রি হয়েছে, যা গতবারের চেয়ে প্রায় দেড় লাখ টাকা বেশি। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে এবার নিয়ে ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।

মেলায় সরকারি ৯টি ও বেসরকারি ৩৭টি প্রতিষ্ঠানের মোট ৪৬টি স্টল অংশগ্রহণ করে। এবারের প্রতিপাদ্য, ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’। শাকসবজি আবাদে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি, প্রতিষ্ঠান, জেলা ও মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Link copied!