রাজধানীর মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২১, ০৫:৪৬ পিএম

রাজধানীর মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকার মতিঝিল মধুমিতা সিনেমা হলের পিছনে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট কাজ করছে।

রবিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘ সকাল পৌনে ১১ টার দিকে জরুরি ত্রিপল ওয়ান (১১১) নম্ববরে ফোন করে আগুন  লাগার বিষয়টি জানানোর পর আমাদের ৬টি ইউনিট সেখোনে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কীভাবে আগুন লেগেছে, সেটি এখনও জানা যায়নি।’

ফায়ারসার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ শেষে বিস্তারিত জানানো যাবে।’

এর আগে, শনিবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে রাজধানীর কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোর ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধ ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।ওই আগুনে দুটি বাস পুড়ে যাওয়ায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে বিআরটিসি সূত্রে জানা গেছে। 

 

Link copied!